Call

আপনি কিসে পড়েন তা কিছু বলেন নি। তারপরও বেসিক কিছু টিপস আছে যা গণিতে ভালো করতে সাহায্য করে। সেগুলিই দিচ্ছি।

  • গণিত বইটিকে অনেকে রিডিং পড়া প্রয়োজনীয় মনে করে না। আসলে তা নয়। যদি আপনি গণিত বইটি ভালোভাবে রিডিং পড়েন তাহলে যেকোনো অংকের সমাধানই পেয়ে যাবেন।
  • গণিত অবশ্যই বুঝে নিতে হবে। মুখস্থ দিয়ে হবে না। আর বুঝতে হবে এমনভাবে যা কোনোদিনও ভোলা যাবে না। 
  • গণিতের সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কিন্তু তার আগে হাতে-কলমে কেন এত=এত হলো সেটা বুঝে নিতে হবে। 
  • যেকোনো সমস্যায় গাইড বই না দেখে বইয়ের উদাহরণ দেখতে হবে। গাইডের চেয়ে যা বেশি নির্ভরশীল।
  • প্রচুর অনুশীলন ছাড়া গণিতে ভালো করা সম্ভব নয়। যেকোনো অংক শেখার পর বারবার অনুশীলনের মধ্যে রাখতে হবে। নাহলে সহজেই তা ভুলে যাওয়ার আশংকা থাকবে। 
  • বাস্তবিক জীবনের সকল ক্ষেত্রে গণিতকে খুঁজে বের করতে হবে। খেয়াল করলে দেখবেন গণিত ছাড়া জীবন চলা অসম্ভব। 
  • টেন মিনিটস স্কুল, চমক হাসানের ভিডিওগুলোকে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। বিশেষ করে চমক হাসানেত মজার মাধ্যমে গণিত শেখাটা খুবই ইন্টারেস্টিং। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

গনিত বিষয়টা নির্ভর করে *আপনি কতটা অনুশীলন করেন *সুত্র ও এর ব্যবহার কতটা জানেন *গনিতে ট্যালেন্ট/ট্যাকনিক কতটা জানেন **মুলত এই বিষয় গুলো ফলো করুন ও একজন ভালো টিচার এর সহায়তা নিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
অনেক ছাত্র-ছাত্রীর গণিতের সামনে গেলে মাথা ঘুরায়। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী এমনকি চাকরির প্রার্থীদের অবস্থাও শোচনীয় হয় গণিতের কাছে গেলে। অথচ ভীতিকর এই বিষয়ে খুব সহজে ভালো করা সম্ভব। তাই জেনে নিতে পারেন গণিতে ভালো করার কিছু সহজ উপায়-

০১. গণিতে ভালো করতে হলে প্রস্তুতি নিতে হবে ছোটবেলা থেকে। ছোটবেলায় নামতা ভালো মুখস্ত করা দরকার। কারণ ছোটবেলার ছোট ফাঁকি বড় বেলায় বড় হয়ে ধরা দিতে পারে। আর যদি ছোটবেলায় ফাঁকি দিয়েই থাকেন, এখনি একটু সময় খরচ করে নামতা মুখস্ত কর নিন। এর একটু উপরের ক্লাসে উঠলে স্কুলের পাঠ্যবইয়ে সূত্রমালা একদম মুখস্থ করে নিন। ০২. কোন অঙ্ক বা জ্যামিতি না বুঝলে সেটা বাদ দিয়ে পরের অধ্যায়ে যাওয়া ঠিক নয়। যখন যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা শিক্ষকের সাহায্য নিয়ে ভালো করে বোঝা উচিৎ। গণিত কখনো মুখস্থ করার নয়। এই অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন এবং চেষ্টা করুন বুঝে অঙ্কের সমাধান আনতে। ০৩. একদিনে বইয়ের সব অঙ্ক শেষ করে ফেলার টার্গেট না নেওয়াটাই ভালো। বরং কোনো নির্দিষ্ট ধরনের অধ্যায়ের উপর পারদর্শী হওয়া ভালো। তাতে ভবিষ্যতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। অযথা ক্যালকুলেটার না ব্যবহার করে হাতে কলমে তা সমাধান করার চেষ্টা করতে হবে। এতে পারদর্শীতা বাড়বে। এবং একটি অধ্যায় শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে সেই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করা খুব কাজে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ