Jihankhan

Jihankhan

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Jihankhan

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 10.76k বার দেখা হয়েছে | এই মাসে 10.76k বার
8 টি প্রশ্ন দেখা হয়েছে 8.27k বার
1 টি উত্তর দেখা হয়েছে 2.49k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

সাফওয়ান মাহির নামের অর্থ কি?

0 likes | 2744 views

ভেজাল মধু কি ভাবে চিনবো?

0 likes | 2814 views

ফেইসবুক ব্যবহারের সময় বিজ্ঞাপন চলে আসে?

আমি samsung on7 pro সেট ব্যবহার করি। গতকাল থেকে ফেসবুক ইউজ করার সময় grameen phone সহ অন্যান্য বিজ্ঞাপন স্ক্রিনের উপর চলে যেটা আগে ছিলনা। এটা কিভাবে বন্ধ করব? প্লিজ কেউ জানলে বলেন।

0 likes | 2692 views

এইচ এস সি পরীক্ষার পর ডিপ্লোমাতে মেকানিক্যাল বিষয় নিতে পারবো?

0 likes | 2796 views

প্রেম বিষয়ক সমস্যা, কিভাবে এটা সমাধান করবো?

আমার এই ঘটনাটি গতবছরের।  আমি তখন মাত্র একাদশ শ্রেণীর ছাত্রী। আমাদের কলেজের এক আপ্পি ছিল।  আপ্পির  সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল।  তো একদিন আমি আর আপ্পি মিলে  ঠিক করলাম যে একুশে ফেব্রুয়ারী আমরা সবাই শহীদ মিনারে যাবো ফুল দিতে। যেই কথা সেই কাজ।  গেলাম আমরা ফুল দিতে।  আপ্পি আবার রাজনীতি করতেন।  সুতরাং উনি সাথে করে উনার পার্টির কয়েকজন লোকজনকে নিয়ে আসলেন।  ঐসব লোকের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন।  শহীদ মিনারে ফুল   দেয়া শেষ হলো।  তারপর আমরা যার যার বাসায় যাওয়ার জন্য বাস খুঁজতে লাগলাম। শেষে পেয়েও গেলাম।  আপ্পির  ওই লোকজন গুলির সাথে একটা লোক ছিল যে কিনা বার বার আমার  তাকাচ্ছিলো। আমি  খেয়াল করছিলাম।  তো এক পর্যায় সেই ছেলেটি আমার পিছনের একটা সিটে  বসলেন। বাসে  বসে বসে আমি আপ্পিকে  আমার ফোন নম্বর এবংফেইসবুক আইডি দিতে লাগলাম।  উনি আগে আমার এইসব জানতেননা। কলেজেই উনার সাথে আমার দেখা তাই এইসব দিচ্ছিলাম। কিন্তু এর  ফাঁকে আমার পিছনের সিটে  বসা ওই লোক করলো কি আমার ফেইসবুক আইডি আর আমার ফোন নম্বর নিয়ে নিলেন।  পরে অবশ্য উনার সাথে ফোনে কথা বলে আমি এইসব জানতে পেরেছি। যাই হোক ,তারপর বাসায় আসলাম। তারপর দুপুরের দিকে দেখি তাজ্জব ব্যাপার।  একটা অপরিচিত নাম্বার থেকে বার বার আমার ফোন কল আসছে।  কিন্তু আমি রিসিভ করিনি।  তারপর আমি কলেজে গেলাম। সেই একই নম্বর থেকে বার বার আমাকে কল দেয়া হচ্ছিলো। একসময়বিরক্ত হয় আমি ফোন ধরলাম এবং কথা বলে জানতে পারলাম এইটা আর কেউ নয় ওই লোকটাই যে কিনা বাসে আমার পিছনের সিটে বসে ছিলেন।  তারপর কথা বলে জানলাম যে কিভাবে উনি আমার ফোন নম্বর নিয়েছেন।  তাছাড়া উনি আমাকে ফেসবুকেও রিকোয়েস্ট দিয়েছিলেন।  কিন্তু আমি একসেপ্ট করিনি। এই ঘটনাটি ২২ ফেব্রুয়ারির ছিল এবং সেইদিনই উনি আমাকে বলে ফেললেন যে উনি আমাকে পছন্দ করেন। আমি তখন উনাকে ঠিকমতো চিনতাম না।  তারপর উনি আমাকে উনার সব পরিচয় খুলে বললেন।  উনার নাম ছিল সুমন।  বরিশাল বি এম  কলেজে  অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন উনি।  তারপর উনার সাথে অনেক কথা বললাম।  কথা বলে ভালোই লাগলো।  তারপর উনি আমাকে বললেন আমি উনাকে ভালোবাসি কিনা।  আমি বললাম জানি না।  উনি বললেন যে জানি না তো কোনো উত্তর হতে পারেনা।  আমি ফোন কেটে দিলাম।  তারপর উনি আবার পরের দিন আমাকে ফোন করে এইটার উত্তর চাইলেন আমি বলতে চাইনি কিন্তু আমি আবেগ থেকে বলে ফেললাম যে হ্যা  ভালোবাসি। কিন্তু আমি তখন ভালোবাসার কিছুই বুঝতামনা। তারপর উনার সাথে দেখা করলাম কথা বললাম।  ভালোই চলছিল। কিন্তু একদিন উনি আমার ফেইসবুক পাসওয়ার্ড চাইলেন।  আমি দিতে চাইনি কিন্তু উনার পীড়াপীড়ি কারণে দিতে হয়েছে।  উনি উনার ফেসবুকের পাসওয়ার্ড আমাকে দিলেন। আমি তখন ফেসবুকে আমার কাসিনদের সাথে কথা বলতাম। যাদের মধ্যে বেশির ভাগই ছেলে ছিল। তাছাড়া আমি আরো কিছু লোকের সাথে কথা বলতাম যারা ছিল আমার পরিচিত।  এইটা নিয়ে উনি আমার সাথে অনেক ঝগড়া করতেন আমি কিছু বলতামনা।  কিন্তু উনি অনেক মেয়ের সাথে ফেসবুকে কথা বলতো আর রাস্তায় হাই হ্যালো দিতো তাদের।  কিন্তু আমি তাকে এই ব্যাপার নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি।  বরং আমি উনাকে বিশ্বাস  করতাম।  মনে করতাম মেয়েগুলো উনার বন্ধু অন্য কিছু নয়।  কিন্তু উনি আমাকে অনেক সন্দেহ করতেন।  এমনকি আমি কলেজেগেলে উনি আমাকে ফলো করতেন।  আমি খুব বিরক্ত হতাম কিন্তু কিছু বলতামনা।  মনে করতাম একদিন সব ঠিক হয়ে যাবে। তাছাড়া উনার একটি সমস্যা ছিল যে উনি আমার আগে একটা মেয়ের সাথে প্রেম করতেন সে আবার উনাকে ধোঁকা  দিয়ে চলে গেছে। সেইজন্যই হয়তো উনি আমাকে বিশ্বাস  করতে পারতেননা। তাছাড়া উনি নামাজ পড়তেননা  রোজাও রাখতেননা। আমি বলতাম তবু শুনতেননা। যাই হোক একদিন আমি আমার মায়ের সাথে ফোন কথা বলছিলাম। অনেক ক্ষণ  কথা বলছিলাম মায়ের সাথে।  হঠাৎ উনি ফোন করলেন বললেন যে আমি অনেকক্ষণ ফোন করছি তোমার ফোন ব্যাস্ত ছিল কেন। আমি তাকে সব খুলে বললাম কিন্তু উনি আমাকে বিশ্বাস  করলেননা।  সেদিন মনে এত্ত কষ্ট পেয়েছিলাম যে আমি উনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম।  কিন্তু তবু উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন , এমনকি ফেসবুকে ফেক আইডি পর্যন্ত খুলেছেন কিন্তু কোনো কাজ হয়নি।  আমার এক কথা আমি এরকম মানুষের সাথে কথা বলবোনা।  এমনকি আমার এই বছরের এইচএসসি পরীক্ষার সময় উনি ফোন দিয়েছেন কিন্ত আমি ধরিনি।  যাই হোক গেলো ঈদে উনি অন্য নম্বর দিয়ে ফোন করেছেন এবং বলেন যে উনি সম্পর্কটাকে জোড়া লাগাতে চান। আমার সাথে দেখা করতে চান। এমনকি ফোনে উনি অনেক কান্না কাটি করেছেন।আরো বলেছেন যে উনি নাকি এখনো আমার ছবি দেখে কান্না কাটি করেন।  এখনো নাকি উনি আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকেন আমাকে দেখার জন্য।   কিন্তু  আমি না করে দিয়েছি। কেননা আমার সামনে বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা তাই এইসব করে সময় নষ্ট করতে চাইনা।  কিন্ত উনি আমার কথা শুননেননা। উনি বলেন যে অনেকে পড়াশোনা থাকা সত্ত্বেও বয়ফ্রেইন্ডের  সাথে ঘুরেআর তুমি পারবেনা।  আমি বললাম হা পারবোনা। উনি বলেন যে তুমি আমাকে ভালোবাসোনা।  তুমি আমার সাথে অভিনয় করেছো।  আমি বললাম যে দেখেন আমি আমার ক্যারিয়ার  গড়তে  চাই বাবা মাকে  দেখতে চাই।  আমি এখন এই সব করবোনা।  কিন্তু উনি বলেন যে তারমানে তুমি এতদিন আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করেছো। উনি আরো বলেন যে প্রেমিকারা তো প্রেমিকের কান্না দেখলে গলে  যায় কিন্তু আমি তোমার সাথে দেখা করার জন্য তোমার কাছে এত কান্না করছি কিন্তু তুমি আমার কথা শুনছোনা।আমি যদি এইভাবে তোমাদের ক্লাসের খাদিজাকে বলতাম খাদিজাও গলে  যেত , আর তুমি ? তুমি আমাকে ঠকিয়েছো।  অনেক ঠকিয়েছো। আমি আর কোনো কথা বলিনি উনার সাথে। 
এখন আপনারা বলেন আমি কি উনাকে সত্যি ঠকিয়েছি ? আর উনি কি আমাকে সত্যি  ভালোবাসতেন ? আমি তো আমার ক্যারিয়ার  নিয়ে চিন্তা করছি।  তাহলে উনি আমার সাথে এমন করবেন কেন ?উনার কাছে কি প্রেমটাই সব কিছু হয়েগেলো আমার স্বপ্নের চাইতে ?আমার পড়াশুনার চাইতে উনার কাছে প্রেম টাই  বড় হয় গেলো ?
এই ধরণের ঘটনা থেকে বেরিয়ে আসার উপায় কি ? সামনে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আশা করি সবাই ভালো একটা পরামর্শ দিবেন আমাকে।
0 likes | 2889 views

যৌন মিলনের সময় বীর্য যৌনাঙ্গের বাইরে ফেললে কি বাচ্চা হবার সম্ভাবনা থাকে?

0 likes | 7501 views