tanzid22

tanzid22

tanzid22

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 6.62k বার দেখা হয়েছে | এই মাসে 6.62k বার
5 টি প্রশ্ন দেখা হয়েছে 5.44k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.18k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমি এস.এস.সি তে ৩.৭৮ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছি।এইচ.এস.সি তে আবার সায়েন্স থেকে পড়তে চাই। ৩.৭৮ দিয়ে চট্টগ্রামে কোন কোন কলেজে আবেদন করা যাবে?

৩.৭৮ পয়েন্ট দিয়ে চট্টগ্রামের কোন কলেজে আবেদন করা যাবে?

0 likes | 2939 views

একজন বৃদ্ধ, যার রোজা রাখার সামর্থ নেই, এমন বৃদ্ধের রোজার কাফফারা হিসেবে কি দিতে হবে?

আমার দাদু একেবারে বৃদ্ধ। রোজা রাখতে পারেনা। নামাজ ও পড়তে পারেনা।

উনার রোজার ও নামাযের কাফফারা হিসেবে কত টাকা কাফফারা দিতে হবে? 

বিভিন্ন জনকে জিঙ্গেস করে আমি জেনেছি যে কাফফারা হিসেবে একজন গরিবকে ১বেলা খাওয়াতে হবে প্রতি রোজার জন্য,কিন্তু আমি টাকার হিসেব জানতে চাই। 

নামাযের জন্যও নাকি কাফফারা দিতে হয়।

নামায ও রোযার কাফফারা হিসেবে কত টাকা দিতে হবে।

0 likes | 2578 views

আমার ওয়াপকা সাইটে একটা নতুন পেইজ তৈরি করলাম।সেখানে আমি কিছু লিখতে চাই।কিন্তু লেখাগুলো সব ছোট হরফের হয়ে যায়।আমি চাই পোস্টের শিরোনাম বড় দেখাবে।যেমন আমি এই কবিতাটি লিখতে চাই:"ছুটি"।এখানে ছুটি লেখাটি বড় দেখাবে আর কবিতার চরণগুলো বড় দেখাবে।এটি কিভাবেমনে রাখবেন এটি কোন ফোরামে নয়,শুধুমাত্র একটি পেইজে?

প্রশ্নে দেওয়া আছে। 0 likes | 2797 views

আমার ল্যাপটপ চালু করলে একটি Error মেসেজ আসে।সমাধান চাই?

  1. আমার ল্যাপটপ চালু করার পর  An Disk Occured  নামে একটি Error Message আসে। কি করব?
0 likes | 1729 views

আমার পিসির চালু হচ্ছে কিন্তু মনিটর এ লাইন আসছে না। আর পিসির কোন লাইট জ্বলছেনা?

  1. আমার পিসির চালু হচ্ছে কিন্তু মনিটর এ লাইন আসছে না। আর পিসির কোন লাইট জ্বলছেনা।

পিসির পাওয়ার বাটন এ চাপ দিলে ফ্যান চালু হয় কিন্তু কোন লাইট জ্বলে না। সাথে মনিটরেও লাইন আসেনা।

উল্লেখ্য যে আমি পিসির রোম পরিষ্কার করে আবার লাগিয়েছি। 

সমস্ত কানেকশন খুলে পরিষ্কার করে আবার কানেক্ট করেছি।তবুও হচ্ছেনা।

দয়া করে কেউ উপযোক্ত উত্তর দিন।এতে খুব উপকৃত হব। ধন্যবাদ।

0 likes | 3097 views

B.A কত বছরের কোর্স?

জানতে চাই 0 likes | 3714 views