saayon

saayon

saayon

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 3.20k বার দেখা হয়েছে | এই মাসে 3.20k বার
3 টি প্রশ্ন দেখা হয়েছে 3.20k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

কি ভাবে সহজে একটি অনলাইন ডাইরি ব্লগ সাইট তৈরি করা যায়?

প্রথমেই বলে নেই আমি বড় হয়েছি অনেক ধরনের সমস্যার মাধ্যে দিয়ে  কিছুটা সিনেমার মত বলতে পারেন তাই আমি অনলাইনে ডাইরি এর মত কোন ব্লগ সাইট খুলতে চাচ্ছি । যেখানে আমি আমার নাম পরিচয় গোপন রেখে আমার নিত্য দিনের ঘটনা, অতিত, ভবিষৎ মোট কথা আমার সকল মনের কথা সবকিছু লিখতে পারি। এবং সেখানে কমেন্ট এর ব্যবস্থাও থাকবে যেখান থেকে আমি মানুষের পরার্মশ নিতে পারবো। এই রকমও কি করা যায় ? যেখানে বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট কিওয়ার্ড এর মাধেমে একটি গণনা করা হবে যেমন ধরুন, এই বৎসর আমার গ্রামে কত জন জন্ম নিলো বা মারা গোলে। সেখানে সব কাউন্ট করা থাকবে। এখন আমি কিভাবে এমন একটি ব্লগ বা ওয়েব সাইট সহজেই তৈরি করতে পারি ? কোন ভালো কি থিম আছে গুগোল ব্লগের জন্য ? মোট কথা কি ভাবে করলে ভালো হবে ??? 0 likes | 2554 views

তার সাথে কি কথা বলা চালিয়ে যাবো নাকি ভুলে যাবো?

আমি ক্লাস এইস.এস.সি দ্বিতীয় বর্ষ থাকাকালিন এক মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের কলেজে ভর্তি হয় আমাদের ক্লাসে।
সে তেমন কারো সাথে নিজে থেকে মেশে না বা বেশি কথা বলে না কিন্তু কিছু একটা কারনে আমাদের কথা হয়। এবং তার সাথে আমার ফেসবুকে কথা শুরু হয়। সে আগে যে কলেজে পড়ত সেখানে অনেক কড়া নিয়ম ছিল আর দূরও ছিল বলে সে আমাদের কলেজে ভর্তি হয়। প্রথম দিকে তার সাথে তেমন কথা বলতাম না। তারপর আসতে আসতে তার সাথে কথা বলা বেশি হয়। কলেজে তেমন আসত না । যে কোন দরকারে বা যে কোন গুরুত্বপুর্ণ তথ্য আমি তাকে দিতাম। এভাবে যাচ্ছিল, কলেজের সবাই আমাকে ওকে নিয়ে ক্ষেপাত । এক সাথে কলেজে ঢুকতে চাইতাম না কিন্তু তার এতে কোন সমস্যাই ছিল না বলত যে, কে কি বলে বলুক আমার সমস্যা নাই। আর এভাবেই আমিও তেমন গুরুত্ব দিতাম না। তার সাথে দুই একবার বাইরের গেছিলাম। তার বাসায় একদিন ডেকেছিল সে জানতো যে আমি গোল্ডিফ সুইটস্ খাই তাই আসার সময় নিয়ে আসতে অত কিছু না ভেবে নিয়ে গেছিলাম। তার পার তাদের ভেলকনিতে বসে তার প্রথম সিগারেট খাওয়া দেখলাম। সে বেশি খায়নি। আমি কিছুটা নরম প্রকৃতির। বেশি হট্টোগল পছন্দ করি না। কিন্তু সে তেমন না যেখানে আমি চুপ যাই সেখানে ও তার অধিকার যেন না নিয়ে ছাড়বে না, আর বেশ মেচেউর্ড টাইপের কথা বলত। অবশ্য আমি অমন না। যাই হোক, এভাবেই তাক ভালো লেগে যায়। কিছু না বলতে চাইলে বলত, তুমি আমাকে বলবা না (আমার নাম)। একদিন হাতে হাত দিয়েও বলেছিল বলবা না আমাকে ? না বললে আর কোন দিন কথা বলব না। তখন আমি তা বলে দেই। তারপর আসলো টেস্ট পরিক্ষা সিট তার পাশে না বসলেও আমি তার পশে সিট করে বসি । সে আমার দেখে দেখে লিখত যদিও স্টুডেন্ট অনেক ভালো কিন্তু পড়ে না, ওকে দেখাতে যেয়ে আমি লিখার সময় পেতাম না । সে মুহুর্তে সে আমার সাথে কথা বলা বেশি করে দিল। কখনও কখনও তো সে ভিডিও কলও করত। যাইহোক পরিক্ষার রেজাল্ট আসলো আমি ফেল কিন্তু সে ক্লাসের সব থেকে ভালো রেজাল্ট করেছে। তাও খুশি ছিলাম যে সে পাশ করেছে। তারপর আসলো প্রাক্টিক্যাল খাতা রেডি করার ভেজাল। আমি কোন রকম আমার এক ফ্রেন্ড কে দিয়ে আমার সব খাতা সারিয়ে নেই। কিন্তু সে কিছুই করে নি। একদিন কথায় কথায় আমি তাকে বলি যে, খাতা গুলো আমায় দাও আমি করে দিব এবং সে দিয়েও দিল ভেবেছিলাম দিবে না। পরে বলি যে আমার লেখা ভালো না তারপরেও তা আমাকেই করে দিতে হলো। আমারই খাতা আমি করলাম না কিন্তু তার খাতা আমাকে করে দিতে হলো।
ফাইনাল পরিক্ষা শুরু হওয়ার আগে বার বার বলত তার সিট যেন আমার পাশে হয় এবং আমি যেন তাকে দেখাই। আমিও বলতাম সমস্যা নাই আমি তোমাকে হেল্প করবো। পরিক্ষার রেজাল্ট দিল আমি তার থেকে ভালো রেজাল্ট করি । সে বলে যে , তুমি কেমনে এ রেজাল্ট করলা ? পরিক্ষার সময় একটুও আমার দিকে তাকাও নি আরও কতকিছু। শতকিছুই হোক আমি তার ভালো চেয়েছি, চেষ্টাও করেছি। অনার্সে ভর্তি নিয়ে কখন কোথায় কি করতে হবে সবকিছুতে হেল্প করেছি। এক ভার্সিটিতে ভর্তিও হয়েছি। তারপর এক দিন কথায় কথায় তাকে আমি আমার ভালো লাগার কথা বলি । কিন্তু সে না করে দেয়। আর বলে এমন কথা বললে আনফ্রেন্ড করে দিবে ইত্যাদি। কল দিলে সহজে ফোন ধরে না। তার পর একদিন বলি আচ্ছা ঠিক আছে আর বলব না। তার পর সে একদিন বলে সে আর সে ভার্সিটিতে পড়বে না সে কোন এক প্রাইভেট ভার্সিটিতে পড়বে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও সেখানে পড়ব। সে বলল ঠিক আছে। আমার ফ্যামিলিতে কিছু সমস্যা আছে যেমন, আমরা মধ্যবিত্ত আর আমার বাবা ৩টা বিয়ে করেছে। আর আমার নিজ মায়ের আমরা ৩ ভাই বোন। আর অন্যদিকে সে ভালো পরিবারের মেয়ে টাকা পয়সাও আছে । ভাবি যে তার সাথে আমার যায় না। আর তাকে নিয়ে টেনশন করতেও আর ভালো লাগে না যেমন, কলেজে আজ কিছু গুরুত্বপূর্ণ কাগজ জমা দিতে হবে। তাকে বলতে হবে কি ভাবে কি করবে হেল্প করতে হবে ইত্যাদি । যদিও সে নিজ মুখে বলে না, কিন্তু আমি তো স্থির থাকতে পারি না।
তাই একদিন তাকে বলি যে একটা বয়ফ্রেন্ড বানায়তে । যাতে সে তার কেয়ার নিতে পারে। আমিও পেরা মুক্ত হতাম। তার গত ২ মাস থেকে তার সাথে তেমন কথা হয় না। এখনও তেমন। কয়দিন আগে মেসেজ দিয়ে বলে যে, সে বয়ফ্রেন্ড পেয়েছে। প্রথম প্রথম ভালোই লাগলো কিন্তু খুব খারাপ্ও লাগছিল ব্যাপারটা ।
এখন সে ফেসবুকে যেই পোস্টই দিক খুব খারাপ লাগে। মাঝে মাঝে তার সাথে কাটানো সময় গুলো মনে পরে।

এখন আমি কি করবো বুঝতেছিনা । তার সাথে এখনও কথা বলব ? নাকি তাকে ভুলে যাবো ?

দুঃখিত আমি খুব ভালো ভাবে গুছিয়ে হয়ত বলতে পারি নি।

0 likes | 2515 views

১ বৎসর গ্যাপ দিয়ে অর্নাস এ ভর্তি হইলে কি ধরণের সমস্যা হতে পারে?

অামি ২০১৭ তে এইচ.এস.সি দেই এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিনে একটা কলেজে মেনেজমেন্ট বিষয়ে বিবিএ তে ভর্তি হই ভুল বশত। কিন্তু এখন অামি সে কলেজে পড়তে চাই না। অাবার ঢাবির অধিনে ৭কলেজে মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দেই। অনেক বড় ভাইয়ের থেকে শুনি যে মানবিকের বিষয়ের চেয়ে ব্যাবসায় শিক্ষা বিষয়ের দাম বেশি এবং দ্রুত চাকরি পাওয়া সম্ভব।

এখন অামি অনেক চিন্তাই অাছি যে ঢাবির অধিন থেকে মানবিকের বিষয় (ইংরেজী, অর্থনিতী ছাড়া) নিয়ে অনার্স করব? নাকি ১বৎসর গ্যাপ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অামার পছন্দের কলেজে বিবিএ পড়ব? এখন কি করলে ভালো হবে?? অামার জন্ম সাল ১৯৯৮। যদি এক বসর গ্যাপ দেই তাহলে কি ধরনের সমস্যাই পড়তে পারি??
0 likes | 3001 views