মাঝে মাঝে আমার দৈনিক প্রায় ৬/৭ ঘন্টা ল্যাপটপ ব্যবহার করতে হয়। তখন কিভাবে চার্জ দিলে ব্যাটারী বেশিদিন ভালো থাকবে? অর্থাৎ ব্যাটারী ফুল (100%) চার্জ হওয়ার পরেও কি চার্জার লাগিয়ে ল্যাপটপ চালাব না-কি চার্জার খুলে রাখব। তাহলে তো দিনে ২ বার চার্জ দিতে হবে? বার বার চার্জ দিলে না-কি ব্যাটারীর স্থায়ীত্ব কমে যায়? আর ফুল চার্জ থাকা অবস্থায় চার্জার লাগিয়ে ল্যাপটপ চালালে কি ল্যাপটপ বা ব্যাটারীর কোনো ক্ষতি হবে ?


শেয়ার করুন বন্ধুর সাথে
SindidHasan

Call

ল্যাপটপ চার্জারে লাগিয়ে কখোনো চালাবেন না। এতে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে না। চার্জ ২০% এর নিচে নামাবেন না। চার্জ শেষ হলে ল্যাপটপ বন্ধ করে তারপর চার্জে দিন। চার্জ ফুল হলে চার্জার খুলে রাখবেন। এতে করে ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ