ব্যাকগ্রাউন্ড ডাটা হল- যা আপনি সরাসরি ইউজ করছেন না; কিন্তু কোনো এপস লুকিয়ে লুকিয়ে ব্যাকগ্রাউন্ডে থেকেই ডাটা কেটে নিচ্ছে! 

অধিকাংশ এপসই ব্যাকগ্রাউন্ডে থেকে ডাটা কেটে নিয়ে যায়।

এজন্য দরকার Restrict Background Data.

আপনি যদি একসঙ্গে সবগুলো রেসট্রিক্ট করতে চান, তাহলে ইন্টারনেটই চালাতে পারবেন না।

একারণেই প্রত্যেকটি এপস আলাদা আলাদাভাবে রেসট্রিক্ট করতে হয়।

এজন্য আপনি Data Usage এ ঢুকে কাঙ্খিত এপসে ক্লিক করুন। এরপর নিচে দেখবেন, Restrict Background Data. ওখান থেকে সেটা অন করে দিন। ব্যস, এখন আর এই এপস আপনার ডাটা নষ্ট করতে পারবে না। ধন্যবাদ! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ