কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করলে Local Disk (C:) তে অনেক ডাটা থাকে৷ এই ডাটা গুলি remove হয় না? কিভাবে remove করব? সমাধান চাই...
Share with your friends

Call

কম্পিউটারের C:\ ড্রাইভে প্রধানত সিস্টেম ফাইলের ডেটা থাকে। এছাড়া অন্যান্য এপ্লিকেশনের ডেটাও C:\ ড্রাইভে জমা হয়। এই ডেটা ম্যানুয়ালি (নিজে নিজে) ডিলিট করলে অপারেটিং সিস্টেম সহ ইনষ্টল করা অন্যান্য সফটওয়্যারের সমস্যা হতে পারে। তাই কম্পিউটারকে দিয়ে ডিলিট করা উচিত। তাহলে কম্পিউটার নিজেই তার অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করে দিবে।

এই ডেটা ডিলিট করতে নিচের ধাপগুলি অনুসরন করুন:
১. C:\ ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
২. Properties এ ক্লিক করুন।  [Properties উইন্ডো দেখাবে]
  
৩. Disk Cleanup বাটনে ক্লিক করুন।
  
৪. Files to delete: এর আন্ডারে থাকা সব আইটেম সিলেক্ট করে দিন।
৫. OK বাটনে ক্লিক করুন।
  
৬. Delete Files বাটনে ক্লিক করুন।
  
৭. OK বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
  

Talk Doctor Online in Bissoy App