Call

এই দেওয়া অনেক ভুয়া এড রয়েছে। তাছাড়া কিছু কিছু নিম্নমানেরও রয়েছে। আবার অনেকগুলো নকল রয়েছে। তাই এইগুলোর দাম অনেক কম দেখাই।

Talk Doctor Online in Bissoy App

ওরা যে দাম দেয় সেটা ঠিকই আছে। আপনার হয়তো কম্পিউটারে নলেজ কম সেই কারণে আপনি বুঝতে পারেন না। যেমন কোর আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এর দাম 18 হাজার টাকা কিন্তু কোর আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর নতুন পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এর দাম চার থেকে সাড়ে চার হাজার। ওরা আপনাকে যেটা বলবে না সেটা হচ্ছে প্রসেসর এর জেনারেশন। ওরা বিভিন্ন দেশ থেকে আলিবাবা এক্সপ্রেসিভ এর মাধ্যমে লট ধরে কেনে কম্পিউটার এর পার্টস এর সেকেন্ড হ্যান্ড এজন্যে ওদের দাম অনেক কম পড়ে। আর এইগুলো অনেক ক্ষেত্রে কপি ও হয়। যেমন রাম। অনেক ক্ষেত্রে ডিফেক্টিভ মাল হয় যেটা ফ্যাক্টরি থেকে আউট করে দেয়া হয় যেমন হার্ড ড্রাইভ ডিভিডি ড্রাইভ। আর এর সাথে ওরা যেই মনিটর প্রোভাইড করে হয় সেটাতে একটা হালকা দাগ বা স্পট মাঠ থাকে যেটা ওরা খুব কম মূল্যে কিনে অথবা ওরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে অনেক কম দামে মাল কেনে। আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কোশ্চন করুন।

Talk Doctor Online in Bissoy App