ফটোগ্রাফার হিসেবে ভালো ছবি ওঠাতে চাইলে এবং মানুষের কাছে তা পৌঁছে দিতে চাইলে সুবিধা হিসেবে আমি আপনাকে সাজেস্ট করব একটা ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য। আর ভালো ছবি উঠানোর জন্য কিংবা সৃজনশীল যে কোনো কাজের জন্য সবচেয়ে দরকারি যে বিষয়, সেটা হল সৃজনশীল একটা মস্তিষ্ক। আপনার মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া সেট করুন। কীভাবে ছবিটা তুললে ভিন্নরকম লাগবে, কোন লুকে ছবিটা অসাধারণ লাগবে ইত্যাদি চিন্তা করুন। আর ছবি উঠিয়ে স্বাভাবিকভাবে টাকা উপার্জন করার তেমন একটা পথ নেই। কারণ, ছবি সাধারণত দুই শ্রেণীর লোকেরা তুলেন। সাংবাদিকরা এবং শখের ফটোগ্রাফাররা। সাংবাদিকরা তাদের বেতন পান। কিন্তু শখের ফটোগ্রাফাররা এটা করবেনই শখের জন্য, টাকা উপার্জনের জন্য নয়। তবে আপনি আপনার ফটোর জন্য ভালো মানের একটা সাইট তৈরি করতে পারেন। সেখানে আপনার ফটোগুলো থাকবে। যদি আলোড়ন সৃষ্টিকারী কিছু ছবি তুলে আপলোড করতে পারেন, তাহলে আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে। তখন বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার এড দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ