পড়তে পারলে কোন বিষয়ই খারাপ না।আর চাহিদা আছে বলেই বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে।।তবে ধর্মীয় দিক থেকে বিষয়টা ভালো না।। আপনি মাইগ্রেশন করতে চাইলে আগে প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে হবে।অতঃপর মাইগ্রেশনে বিষয় পরিবর্তিত হলে আপনি পরিবর্তিত বিষয়ে ভর্তি হয়েছেন বলে বিবেচিত হবেন।তবে মাইগ্রেশন করলে যে বিষয় আসবে তা পরিবর্তন করা যাবেনা এমনকি পূর্বের বিষয়ও আর নেওয়া যাবেনা।।আর মাইগ্রেশন করা যাবে আপনার প্রাপ্ত বিষয়ের আগে যেসব বিষয় পসন্দক্রমে দিয়েছেন সেগুলোর জন্য।।আসলে মাইগ্রেশন করা খুবই সহজ।প্রথমে আপনার প্রাথমিক আবেদন ফর্মের রোল ও পিন দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে।এরপর একজায়গায় দেখতে পাবেন YES ও NO দুইটা অপশন।সাধারণত NO অপশনে ওকে করা থাকবে সেখানে শুধু YES অপশনে ওকে করে সাবমিট করতে হবে, তাহলেই মাইগ্রেশন করা হয়ে যাবে।ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ