UC browser থেকে  ফেসবুক করার সময়  একদিন হঠাৎ passward দেওয়ার পর  নীচে  option আসলো এটি  মোবাইলের screen এ save করে রেখে দেওয়ার ।।যাতে পরে log in করার সময় আর passward দিতে হবে না ।। শুধু নেট  চালু করে log in করলেই  ফেসবুক খুলে যাবে ।।এটি সুবিধার হলেও অনেক অসুবিধা ও আছে --- অন্য কেউ আমার মোবাইল নিলে সহজেই আমার ফেসবুক চালাতে পারবে :: যা নিরাপদ নয় ।। তাই আপনারা আমাকে সমাধান দেন,ঐ option  টা মুছে ফেলার পদ্ধতি (পর পর কি করতে হবে) বলে উপকৃত করুন।।।।


Share with your friends
Junait

Call

সমাধান -------

আপনার ফেসবুক একাউন্ট থেকে লগ আউট

করুন...

অতঃপর..  লগ ইন করার সময় যে পাসওয়ার্ড এবং

নম্বর/ইমেইল সেভ হয়ে রয়েছে সেটি মুছে ফেলুন।

অন্য যে কোন নম্বর পাসওয়ার্ড দিন (সঠিক হওয়া লাগবে না)

যে কোন নম্বর এবং পাসওয়ার্ড দিন আপনার পাসওযার্ড

বাদে... টাইপ করার পর Log In করার জন্য লগ ইন

বাটনে ক্লিক করুন দেখবেন Save এর অপশন আসবে,

সেভ ক্লিক করুন।

এতে আপনার সেভ করা পাসওয়ার্ড চলে যাবে এবং ভুল

তথ্য সেভ হয়ে থাকবে যা আপনার কোনো প্রভাব

ফেলবে না।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

Talk Doctor Online in Bissoy App