ভেরিফিকেশনের সম্মুখীন হয়েছিলো। আপনি ভেরিফিকেশনের জন্য আইডি কার্ড আপলোড করেছিলেন। ফেইসবুক এখন সেটি রিভিউ করবে। আপনার আইডি কার্ডে উল্লিখিত নাম, জন্মতারিখ ও ফটো ফেইসবুকে দেয়া নাম, ফটো ও জন্মতারিখের সাথে মিলে গেলেই একাউন্ট ফিরিয়ে দিবে। আর না মিললে একাউন্ট ফিরত দেয়া হবেনা তবে আপনাকে পুনরায় অন্যকোন আইডি কার্ড আপলোডের সুযোগ দেয়া হবে। আপনি চাইলে এই আইডি ফিরে পাবার আগে অন্য একটা আইডি খুলে ব্যাবহার করতে পারবেন, তবে চিন্তা করবেন না ভেরিফিকশনের কাজ শেষ হলে আর সবকিছু টিক তাকলে আপনার আইডি ফিরে পাবেন, রিভিউ চলাকালীন আপনি একাউন্টে প্রবেশ করতে পারবেননা। আপনার আইডি কার্ড গ্রহণযোগ্য হয়েছে কি না তা আপনার প্রদত্ত ইমেইল এড্রেসে জানানো হবে।

Talk Doctor Online in Bissoy App
Rahid

Call

ফেসবুকের নীতিমালা বিরোধী কোনো কর্মকান্ডের জন্য এরকম হয়েছে।ফেসবুক কতৃপক্ষ রিভিউ করে পরবর্তীতে আবার আইডি এক্টিভেট করে দেবে।এজন্য তিনদিন বা তার বেশি সময়ও নিতে পারে।

Talk Doctor Online in Bissoy App