Share with your friends

Call

একটি NID তে কোন কোন গ্রামিন নাম্বার রেজিষ্ট্রেশন করা আছে, সেটি জানার কোন উপায় এখনও পর্যন্ত নেই। তবে কতটি নাম্বার রেজিষ্ট্রেশন করা আছে, সেটি জানা যায়। 

একটি NID দিয়ে কতটি গ্রামিন নাম্বার রেজিষ্ট্রেশন করা আছে, সেটি জানতে নিচের পদ্ধতিটি অনুসরন করুন:

১. আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান।
২. টাইপ করুন Info এবং পাঁঠিয়ে দিন ৪৯৪৯ নাম্বারে। [যে গ্রামিন নাম্বারটি আগেই আপনার NID দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন, সেটি দিয়ে পাঁঠাবেন]
৩. ফিরতি SMS এ জানতে পারবেন কতটি নাম্বার রেজিষ্ট্রেশন করা আছে।

Talk Doctor Online in Bissoy App

আপনার NID তে কত গুলো নাম্বার এবং কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে তা দেখতে ডায়াল করুন *16001# অথবা NID এর শেষ ৪ ডিজিট লিখে মেসেজ করুন 16001 নাম্বারে। বিদ্রঃ full number দেখা যাবেনা, এরুপ দেখাবে 017*****583

Talk Doctor Online in Bissoy App