যেকোন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করার একটি সূত্র আছে, V=Vo + (0.6 * তাপমাত্রা থিটা)।

এরকমভাবে পানিতে,আর কঠিন পদার্থে শব্দের বেগ বেরকরার কোন সূত্র থাকলে প্লিজ জানাবেন।


Share with your friends
Call

মনে রাখতে হবে যে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড,পানিতে(তরল) 1450 মিটার/সেকেন্ড,লোহায়(কঠিন) 5130 মিটার/সেকেন্ড | আর লক্ষণীয় যে, বিভিন্ন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ পরিবর্তনশীল হলেও,তরল(পানি) ও কঠিন(লোহায়) পদার্থে পরিবর্তন হয় না| #নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ= 332 মিটার/সেকেন্ড+0.6 মিটার/সেকেন্ড*(গুণ) থেটা | থেটা মানে হলো,যে তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করতে হবে তার মান| যেমন:-30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ=332মিটার/সেকেন্ড+0.6মিটার/সেকেন্ড*(গুণ)30°C =332মিটার/সেকেন্ড+18মিটার/সেকেন্ড =350মিটার/সেকেন্ড [Ans.]

Talk Doctor Online in Bissoy App