গ্রামের অশিক্ষিত নারী পুরুষ রা কিভাবে ঝুঝে গর্ভবতী হয়েছে। এরা কি মিলন করেই মনে করে গর্ভবতী হয়ে যাবে। তাদের সন্তান দানে সমস্যা আছে কিনা তা কি চিন্তা করে। ...................................... উওর টা ইয়াকুব ভাই দিলে ভাল হত।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

গর্ভবতীর কিছু লক্ষন থাকে, বা হয় সেটার

উপর বিত্তি করেই গর্ভবতী নির্নয় করা হয়। যেমনঃ


1=খাবারে অনীহা:।

2=মন মেজাজের উঠানামা।

3= পেট ফুলে যাওয়া:

4=ঘন ঘন প্রস্রাব। 

5=অবসন্নবোধ:

6=স্তন কোমল ও স্ফীত হওয়া।

7=বমি বমি ভাব

সাধারণত গর্ভধাণের এক মাসের আগে বমি বমি ভাব দেখা যায়।

8=মাসিক মিস হওয়া।

9=বর্ধিত শারীরিক তাপমাত্রা

10= তখন বেবি চেক স্টিপ দিয়ে পুরোপুরি

নিশ্চিত হওয়া যায়।




না মিলন করেই গর্ভবতী হয়ে যাবে এমন টা

নয়। কারো কারো ক্ষেত্রে প্রথম মিলনেও হতে

পারে, আবার কারো কারো ক্ষেত্রে 10 বার

মিলনেও হয়না, তাই শিওর বলা যাবেনা, কোন

মিলনে গর্ভবতী!!!



তাদের সন্তান দানে কোন সমস্যা আছে কিনা

এটা প্রাথমিক অবস্থায় চিন্তা করেনা, তবে

সন্তান না হলে দীর্ঘদিন অতিবাহিত হলে তবেই

সেই চিন্তা আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ