প্রশ্নের নিচে "উত্তর দিন" বাটনে ক্লিক করলে উত্তর দেয়ার বক্সের উপরে
image
এরকম দেখতে পাবেন।
সেখানে বৃত্ত দেয়া স্থানে ক্লিক করলে বিভিন্ন কালার পাবেন।
যেকোন একটা কালার সিলেক্ট করে লেখার মধ্যে কালার করতে পারবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
image

ছবিটা খেয়াল করেন 1 চিহ্ন দেওয়াটাতে হলো রঙ্গিন করার। আর 2 চিহ্ন দেওয়াটা হলো বাংলা লেখার মধ্যে লিংক দেওয়া।  সেইখানে দুইটা বক্স থাকবে একটায় লিংক দিবেন অন্যটায় যেই লেখার মধ্যে লিংক দিবেন সেইটা দিবেন। আমার যতটুকু মনে হয় আপনি অপেরা দিয়ে বিস্ময় ব্যবহার করছেন । কিন্তু এইগুলোর জন্য আপনার প্রয়োজন এন্ড্রয়োড বা এর সমমানের ফোন অথবা কম্পিউটার । সেখান থেকে মজিলা, ক্রোম ইত্যাদি ব্রাউজার দিয়ে যদি বিস্ময়ে প্রবেশ করেন তাহলে এইগুলো খুঁজে  পাবেন। যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তবে মন্তব্য করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
bissoy answers এরকম ফেসবুক নোটে দেয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ