HSC পরিক্ষার খাতা দেখার ক্ষেত্রে এবং নাম্বার দেয়ার ক্ষেত্রে বোর্ডের নিয়মাবলী কি? কেউ জানলে বিশদভাবে জানান
Share with your friends
Indro paul

Call

ভাই প্রতিটি বোর্ড পরিক্ষারই খাতা খুব সাবলীল ভাবে দেখা হয়। আরও সৃজনশীল হওয়ার কারনে আপনি যদি উত্তরের আঙ্গিকে কিছুটা লিখেন তাহলে আপনাকে পুরো মার্ক দেওয়া না হলেও হাফ মার্ক দেওয়া হবে। ইংরেজীর ক্ষেত্রে ৩০পেলে ৩৩নাম্বার করে দেই। এছারা ২০এ পাশ হলে ১৬-১৭পেলে পাশ করিয়ে দেওয়া হয়। তবে বহুনির্বাচনী কম্পিউটারের মাধ্যমে দেখা হয়।যে কারনে যেকয়টি সঠিক হয় ঠিক সেইকয়টির মার্ক দেওয়া হয়।

Talk Doctor Online in Bissoy App