অামি একটি ২৬১ সাইজের গেম ডাউনলোড করতে চাচ্ছি ওপেরা মিনি দিয়ে। কিন্তু ডাউনলোড ফেইল হচ্ছে। কিভাবে অামি ওই ফাইলটি ডাউনলোড করতে পারব কেউ বলবেন প্লিজ্
Share with your friends
Call


আপনি যদি অপেরাই ব্যবহার করতে চান তাহলে Opera Mini web ব্যবহার করুন ।  কারণ এই ভার্সনে সবকিছুই আপডেট করা হয়েছে ।  এমনকি ডাউনলোড ফাংশন এবং সার্ভারও । তাই এই অপেরা ব্যবহার করে আপনি উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন ।
Link:https://play.google.com/store/apps/details?id=com.opera.mini.native
Talk Doctor Online in Bissoy App

আপনি ওপেরা মিনি দিয়ে বিগ ফাইল ডাওনলোড করার জন্য http://hideme.be সাইটে ডুকোন । বক্সে ডাওনলোড লিংকটি দিয়ে Go তে ক্লিক করোন তাহলেই ডাওনলোড হবে।ডাওনলোড paused করবেন না।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

দুঃখিত ভাইয়া আপনি অপেরা মিনি দিয়ে বড় সাইজের কোন ফাইল ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড হলে ও কিছুক্ষন হওয়ার পর ফেইল হয়ে যাবে এবং পুনরায় ১ম থেকে ডাউনলোড শুরু হবে, আবারও কিছু সময় হওয়ার পরে একই ঘটনা ঘটবে। সুতরাং আপনি অপেরা মিনি বাদে অন্য ব্রাউজার দিয়ে ডাউনলোড করুন। UC Browser ব্যাবহার করে ডাউনলোড করতে পারেন। বিস্ময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App