net connection on করার পর যখন opera mini, imo তে ঢুিক তখন অটোমেটিক apps এসে install করতে বলে, এগুলো কিভাবে বন্ধ করা যায় বলবেন, এবং যখন opera mini open করি তখন newtrafficservic নামে একটা web অটোমেটিকলি সার্চ শুরু করে দেয় যা খুবই বিরক্তি কর এগুলো কিভাবে বন্ধ করা যায় দয়া করে বলেন প্লিজ।
Share with your friends
Unknown

Call

অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন এবং ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ রাখুন। কোন অ্যাপ আপনাকে এরকম নোটিফিকেশন দিচ্ছে তা জানতে নোটিফিকেশন টাচ করে ধরে রাখুন, দেখবেন App info নামে একটা পপ আপ আসবে। তাতে ক্লিক করুন তাহলেই কালপ্রিট অ্যাপটি চিনে যাবেন। আর তখন এটি আনইন্সটল করলেই ঝামেলা শেষ। অ্যাপটি যদি খুব দরকারি হয় তাহলে App info page থেকে এর Show notification আনটিক করে দিন।

Talk Doctor Online in Bissoy App