আসসালামু আলাইকুম স্বাভাবিকভাবে কোন ফোনে একটা নাম্বার দিয়ে imo খুলে ডিলিট করার পর পরবর্তীতে ঐ ফোনে ঐ একি নাম্বার দিয়ে আবার imo খুললে কোন Verification কোড লাগে না। কারণ imo automatic gmail এর মাধ্যমে এড হয়ে যায়। এখন আমি জানতে চাই এমন কোনকিছু আছে কিনা, যে imo ডিলিট করার পর ঐ নাম্বার দিয়ে আবার খুলতে চাইলে যেন পুরানো কোন ডাটা না থাকে, মানে নতুন করে আবার নাম্বার Verification কোড চাই মত? প্লিজ ভাইয়া কারো কোন সলিউশন জানা থাকলে আমাকে একটু হেল্প করেন, অনেক উপকৃত হব। বিশেষ করে এডমিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
Share with your friends
Call

আপনি অন্য নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আর যদি নাম্বার ই দিয়ে খুলতে চান তাহলে ইমো'র ভিতরে থেকে `ডিলিট ইমো অ্যাকাউন্ট` অপশন থেকে ইমো অ্যাকাউন্ট টা ডিলিট করে দিয়ে সেটিংস থেকে ইমো'র ডাটা ক্লিয়ার করে দিন। তারপর সেটিংস থেকে কিংবা সাটার থেকে ~Auto Syc~ অপশন টি বন্ধ করে দিয়ে আপনি মোবাইলটি কে =Ribot/Restart করে ইমো অ্যাকাউন্ট টা খুলবেন। দেখবেন সফল ভাবে আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে https://facebook.com/md.imon.ali.sopon জানাবেন।

Talk Doctor Online in Bissoy App