ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন, এবং এমনকি বড় বিভাগীয় স্টোর্স তাদের নিজস্ব ক্রেডিট কার্ড দিয়ে থাকে।

ক্রেডিট কার্ড পেতে হলে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে।ক্রেডিট কার্ড কোম্পানী আপনার ক্রেডিট ইতিহাস যাচাই করে দেখবে।ক্রেডিট কার্ড কোম্পানী আপনার ক্রেডিট ইতিহাস যাচাই করে দেখার পর, তারা সিদ্ধান্ত নেবে যে আপনাকে ক্রেডিট কার্ড দেওয়াহবে কি না।

যা যা লাগবে?

সাধারণত ক্রেডিট কার্ড বানাতে সদ্যতোলা পাসপোর্ট সাইজ ফটো ১ বা ২ কপি,ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আর যে ব্যাংকে করবেন ঐ ব্যাংকে এ্যাকাউন্ট থাকতে হবে।

টাকা উত্তোলনঃ

১, প্রথমে আপনাকে বাংলাদেশের এটিএম সেবা প্রদানকারী ব্যাংকসমুহের যেকোনো একটি একাউন্ট তৈরি করতে হবে ।

২, অতঃপর ব্যাংক থেকে এটিএম কার্ড সংগ্রহ করতে হবে ।

৩, আপনার বর্তমান ব্যাল্যান্স সম্পর্কে ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম থেকে ব্যাল্যান্স পরিক্ষা করে নিন । ( এটিএম থেকে ব্যাল্যান্স পরিক্ষা করার জন্য বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের ফি গ্রহন করে থাকে )

৪, আপনার পার্শ্ববর্তী কোন এটিএম বুথ খুজে নিন।

৫, অতঃপর এটিএম মেশিনের ভিতরে আপনার কার্ড প্রবেশ করান ।

৬, এটিএম মেশিন আপনার কাছ থেকে পিন নাম্বার চাইবে বাটনের সাহায্যে আপনার পিন নাম্বার টাইপ করুন এবং এন্টার চাপুন।

৭, আপনি কত টাকা উত্তোলন করতে চান তা বাটনের সাহায্যে লিখুন আপনার ট্রান্সাকশন পিন চাইলে তা দিন ব্যাস ।

৮, কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন এটিএম মেশিন আপনার উল্লেখিত পরিমান অর্থ বের করে দিয়েছে এখন টাকাটি গুনে নিন।

৯, অর্থ উত্তোলনের পরে একটি ট্রান্সাকশন রিপোর্ট মেশিনের এক প্রান্ত থেকে বের হয়ে আসবে তা ভবিষ্যতের জন্য নিজের কাছে সংগ্রহ করুন ।

১০, নিজের ডেবিট বা ক্রেডিট কার্ডটি মেশিন থেকে সংগ্রহ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ