প্রথমত আপনার বন্ধুর মোবাইলের হটস্পট চালু করুন, তারপর আপনার ফোনের ওয়াইফাই অন করুন। তারপর দেখুন আপনার বন্ধুর হটস্পট নাম টা আপনার ফোনে ওয়াইফাই রাউটারের নাম আকারে আসঝে সেটা কানেক্ট করুনন। তাহলেই হয়ে যাবে। যদি কোন সমস্যা হয় মন্তব্য করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার বন্ধুর সিমের মেগা বাইট দিয়ে নেট চালাতে হলে তার মোবাইলের Data এবং Hotspot দুটোই চালু থাকা লাগবে।

বন্ধুর মোবাইলে Data এবং Hotspot চালু করার পর আপনার মোবাইলে Wifi অন করুন।

কিছুক্ষন পর দেখবেন একটি নেটওয়ার্ক সো করবে।

তাতে ক্লিক করুন আর কানেক্ট করুন।

যখন Connected লেখা উঠবে তখন  সেটা মিনিমাইজ করে যেকোন ব্রাউজারে, তার মেগা বাইট দিয়ে আপনি আপনার মোবাইলে নেট ইউজ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ