আমার মেমুরি টি হঠাৎ করে মোবাইল এ সাপোর্ট করতে ছ না। কাডি রিডার দিয়ে কম্পিউটার এ ও সাপোর্ট করতে ছে না। কি করতে পারি এখন....
Share with your friends

যেহেতু আপনার মেমোরি কার্ডটা একদম কোথাও সাপোর্ট ই করছে না সেক্ষেত্রে এখন কিছু করার নাই তবে আপনি মেমোরি কার্ডটার লাল অংশ তে রাবার দিয়ে কিছুক্ষন ঘষে তারপর পিসিতে লাগিয়ে দেখতে পারেন। এইটা মার্শবল এ পাওয়া ভাল একটা ট্রিক। যদি এতে কাজ না হয় তাহলে আপনার মোবাইলটি অফ করুন এবং মেমোরী কার্ডটা লাগান এবং সাথে সাথে আপনি রিকভারি মোড এ যান এবং Install Zip File From Sd Card অপশন এ যান দেখতে পাবেন যে আপনার মেমোরি কার্ড এর ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন আপনি Back দিয়ে রিস্টার্ট করে দেখুন আপনার মেমোরি কার্ড সাপোর্ট করছে আপনার মোবাইল এ। বি:দ্র :- আপনার মোবাইল এ রিকভারি মোড ইন্সটল না থাকলে আপনার পরিচিত কোন বন্ধুকে জিজ্ঞাসা করুন ওদের মোবাইল এ আছে কি না আশা করি বর্তমান এ মোবাইল রুট করার পর সবাই রিকভারি মোব ইন্সটল দিয়ে ই রাখে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App