Junait

Call

সর্ব প্রথম পিসির পাওয়ার সাপ্লায় ক্যাবলটি CPU এর পাওয়ার সাপ্লায়তে লাগান, ক্যাবলটির বাকি মাথা বিদ্যুৎতিক বোর্ডে লাগান। এবার পিসির তথ্য আউটপুট করার জন্য (মনিটরে দেখার জন্যে) পাওয়ার সাপ্লায়ের নিচে মাদার বোর্ডের একটি পোর্টে লাগান, ক্যাবলের বাকী মাথাটা টিভি কার্ডে লাগান। এখন আপনাকে টিভি এবং পিসি একই সাথে চালানোর জন্য অতিরিক্ত একটা ক্যাবল ব্যাবহার করতে হবে(ক্যাবলটির বাজার মূল্য ৪০-৫০ টাকা)। এই ক্যাবলটির একমাথা টিভি কার্ডে বাকি মাথা পিসিতে লাগাতে হবে( টিভি কার্ড না থাকলে যেখানে মনিটরের ক্যাবল দেন সেখানে)। এখন আপনার টিভির পাওয়ার ক্যাবল লাগিয়েনিন তাহলেই টিভি+পিসি (বার বার ক্যাবল না খুলে) ব্যাবহৃত করা যাবে। স্পিকার এর কানেকশন এর প্রবলেম হলেও আমাকে মন্তব্যে বলতে পারেন। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App