আমার Nokia E63 ফোনে ১৫০০ মতো মেসেজ আছে। আমি সেই মেসেজ গুলা আমার Android ফোনে নিতে চাই। আমার কোন কম্পিউটার নেই। কম্পিউটার ছাড়া কিভাবে মেসেজ গুলা Android ফোনে ট্রান্সফার করব?? Nokia e63 Symbian OS S60 3rs editions. আমার Android 4.4 kitkat খুব প্রয়োজন। কেউ সাহায্য করুন
Share with your friends
Unknown

Call
কম্পিউটার ছাড়া সম্ভব নয়। আপনি চাইলে কম্পিউটারের সাহায্যে কিভাবে ইমপোর্ট করবেন সে পদ্ধতিটা বলতে পারি।


তবে কম্পিউটার ছাড়া একটা উপায় সম্ভবত আছে, সাধারণত একটি সিমে মেসেজ ধারণক্ষমতা ৪০ টি। আপনি Phone2Sim ৪০ টি করে মেসেজ কপি করবেন, অ্যান্ড্রয়েডে এনে আবার Sim2Phone এ কপি করবেন।
আবার সিমের মেসেজ ডিলিট করে নতুন ৪০ টি কপি করবেন---- এভাবে রিপিট করে একসময় সবগুলো পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডে।
যদিও দীর্ঘ পক্রিয়া তবুও এটিই একমাত্র পদ্ধতি কম্পিউটার ছাড়া সিম্বিয়ান থেকে অ্যান্ড্রয়েডে মেসেজ ইমপোর্ট করার।
Talk Doctor Online in Bissoy App

কম্পিউটার ছাড়া ম্যাসেজগুলো ট্রান্সফার করা সম্ভব নয়।

নোকিয়া ফোনটি ক্যাবলের মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করুন। তারপর পিসি সুইট সফটওয়ার এর সাহায্যে ম্যাসেজগুলো কপি করতে পারেন।

তাছাড়া অন্য কোন উপায় নেই।

Talk Doctor Online in Bissoy App