আমি কিভাবে ঘরে বসে কিভাবে দ্রুত টাইপিং শিখতে পারি...... 

কোন কাজ করলে বাংলা & ইংরেজি টাইপিং দ্রুত শিখতে পারব।

টাইপিং শেখার কিছু নিয়ম দেন.... 


শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

আপনি type master pro সফ্টওয়ারটি দিয়ে

 তাড়াতাড়ি টাইপ করা শিখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়। ১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে। ২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে। ৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে। কিবোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করতে হলে অনুশীলনের বিকল্প নেই। ৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন। ৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন। ৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masumakonda

Call

আপনার এই সমস্যা গুলোর সমাধান পাবেন- http://www.typingtester.org এই ওয়েবসাইটের মধ্যে। এখানে ইংয়রেজী লেখার জন্য বই কিংবা ম্যগাজিন খুলতে হবে না। প্রতি বার ওয়েবসাইট ওপেন করার সময় নতুন নতুন ইংরেজী প্যারা আসবে। এগুলো দেখে টাইপ করতে পারবেন। যখন টাইপ শুরু করবেন তখন আপনি সময়ও নির্ধারণ করে নিতে পারবেন। আবার টাইপ করা শেষে আপনি কত % ভুল করেছেন, কোন কোন শব্দগুলো ভুল করেছেন, কতুগলো শব্দ টাইপ করেছেন, কতগুলো অক্ষর টাইপ করেছেন, এসবের একটা নির্ভুল তথ্য পেয়ে যাবেন। যা আপনাকে সামনে কম ভুল করা অনুপ্রেরণা যোগাবে। আশা করি আমার http://www.typingtester.org ওয়েবসাইটটি আপনি যদি প্রতিদিন ১ঘন্টা ব্যবহার করেন. তাহলে এক মাসের মধ্যে আপনি নির্ভুল এবং দ্রুত ইংরেজী লিখতে পারবেন। যাদুর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেয়ার ক্ষমতা আমার নেই, চেষ্টা করেছি কাছাকাছি যেতে- যেখানে আপনি টাইপ করার উপযুক্ত ক্ষেত্র পাবেন এবং আর পাবেন- আপনার সেই অন্তরের অন্তুস্থলে ধামাচাপা দিয়ে রাখা টাইপ শেখার সেই আগ্রহকে উন্মুক্ত করতে। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ