Share with your friends
Manik Raj

Call

মোবাইল ফোন চার্য দেবার সময় মোবাইলের Blue tooth, 3g Data, wifi, hotspot, GPS সহ সকল কানেকশন অফ করে চার্য দিন। সবচেয়ে ভালো বুদ্ধি হলো মোবাইল ফোনটি Airplane Mode এ চার্য দেয়া। আর ফলে মোবাইল ফোনটি যাবতীয় কর্ম থেকে বিরত থাকে। কোন প্রকার কল রিসিভ, আউট গোয়িং এবং ইন্টারনেট ব্যবহার করা যায়না। ফলে মোবাইলের ব্যাটারি ড্রেইন হয়না বললেই চলে। মোবাইল ফোন চার্য দেবার সময় ঘন ঘন চার্যির পার্সেন্টেজ না দেখা। এর ফলে মোবাএল চার্যিং ক্যাপাসিটি কিছুটা হলেও কমে যায়। পারলে রাতের শোবার আগে মোবাইল ফোন-টি Airplane Mode এ রাখুন। Portable Charger এর ব্যবহার ইদানিং কালে কমবেশি সবাই পোর্টেবল চার্যার ব্যবহার করছে। পোর্টেবল চার্যার কিন্তু আপনার মোবাইলে দ্রুত চার্য করাতে সাহায্য করবে না। কিন্তু এটি আপনার মোবাইলে বিপদের সময় পাওয়ার ব্যাকাপ দেবে। Power Saving Mode ইদানিং অনেক মোবাইল ফোনে Power Saving Mode অপশন থাকছে। আর এই প্রযুক্তি সর্বপ্রথম ইউজারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছ স্যামসাং। যদি আপনার মোবাইলে এই অপশনটি থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনে বিপদের সময় ব্যাটারি ব্যাকাপ সংরক্ষন করতে পারবেন। শেষ কথা: শুধু মাত্র দামী মোবাইল ফোন গুলোতেই Quick charging System প্রযুক্তি আছে। আর যদি এর কোনটাই না হয়ে থাকে, তো আমি যে ট্রিকস গুলো শেয়ার করলাম সেগুলো প্রয়োগ করতে পারেন। কাজে দেবে।

Talk Doctor Online in Bissoy App