Call

এরা শিক্ষিত না,এটা ভুল কথা,বলতে পারেন,এতো বেশি শিক্ষিত না, তারা নিয়মিত প্রাকটিস এর সময় কোচের কথা শুনছে,কোচের সসাথে কথা বলছে বিভিন্ন দেশে গিয়ে খেলার কারনে ইংলিশ এ তাদের কথাবার্তা হচ্ছে,পরিচয় বার্তা হচ্ছে যার ফলে অনেকটা তারা শুনে শুনেই সিখে পেলছে, তারা যেহেতু ক্রিকেট খেলছে সেহেতু ক্রিকেট সম্বন্ধীয় ইংরেজি শব্দ গুলীর সাথে তারা অনেক পরিচিত, তাই সহজে এইসব বলতে পারে, আপনি লক্ষ্য করলে দেখবেন, তারা পুরো বাক্যটা সঠিক বলতে পারেনা,কিছু কিছু ক্রিকেটীয় কথা বলেই শেষ করে বাক্য। তারা এতোটা ইংলিশ পারে না,যেটা পারে এটা তাদের দৈনন্দিন কাজের আওতাভুক্ত বলেই পারে,সহজে এর ব্যবহার করতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

শুধু স্বশিক্ষিত হলে ইংরেজী বলতে পারবে তা নয়, যাদের ইংরেজি বুঝার ক্ষমতা রয়েছে,অর্থ বুঝে, ভালো ইংরেজি পারে তারাই মূলত ইংরেজি বলতে পারে,,, শুধু লেখাপড়া কম থাকলে ইংরেজী বলতে পারবেনা তা নয় অনেকেই চর্চা করে, শুনতে শুনতে শিখে, ভাষার অর্থ সম্পর্কে ধারণা রাখে একটা কথা আছে সব শিক্ষিত কিন্তু জ্ঞানী নয়, দুর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য এখন এইভাবেই তামিম, সাকিব, মাশরাফি ভালো ইংরেজি বলতে পারে যেহেতু তাদের চর্চা আছে, এবং ইংরেজি ভাষা বুঝে তারা আগে থেকেই ম্যাচ সম্পর্ক বুঝে নেয় যে তাদের কী কী বিষয় জিগেস করতে পারে ভালো, ব্যাটিং, ফিল্ডিং, ম্যাচের ত্রুটি আর আগে থেকেই তারা তা নলেজে রাখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ