শেয়ার করুন বন্ধুর সাথে
mdmahadiEEE

Call

কামিনি ফল পাকলে এটা সক্ত হয়। এবং এর ভিতরে আঠা শুকিয়ে য়াই।এমন সময় এটা সংগ্রহ করে খোসা ছাড়িয়ে শুকাতে হবে। এর পর বিচতলা তৈরি করতে হবে। মাটি ঝরঝরে এবং রসালো হতে হবে। বিচগুলো পরিপক্ব হতে হবে। হালকা ছায়াময় জায়গা নির্বচন করতে হবে। বিচ অধিক শুকিয়ে গেলে ৫-৯ঘনটা ভিজিয়ে রাখতে হবে। বিচ বপন করার পর নিয়মিত পানি দিতে হবে। ৩ সপ্তাহের মধ্যে চারা গজাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ