টবে রোপন করতে চাইলে; প্রথমে মাটি প্রস্তুত করুন। এজন্য পরিমান মত মাটি নিন এর সাথে কিছু ( তিন ভাগের এক ভাগ) জৈব সার/ কম্পোস্ট সার দিয়ে মিশিয়ে নিন, সাথে কিছু( এক মুষ্ঠি পরিমান) ইউরিয়া দিতে পারেন।  এবার টবে মাটি ভর্তি করে ২/৩ দিন রেখে দিন। পলিথিন কেটে চারাটি বের করুন, এজন্য ধারালো ব্লেড ব্যবহার করুন। চারার গোড়ার মাটি যেন না ঝরে সেদিকে লক্ষ্য রাখুন। টবের মাঝখানে একটা গর্ত করে চারাটি বসিয়ে দিন। এবার সামান্য পানি দিন। চারা রোপনের পর ২/৩ দিন টবটি ছায়াতে রাখুন। এরপর রৌদ্রে রাখবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

টবে চারা রোপন: প্রথমে মাটি প্রস্তুত করুন।তবে এরকম মাটি নিবেন যে মাটিতে এরকম ফুল ভালো জন্মে।তারপর পর্যাপ্ত পরিমাণে গোবর মিশিয়ে ২/৩ দিন রেখে দিন।তারপর চারা গাছটি পলিথিন ব্যাগ থেকে বের করে মাটিতে পুতে দিন।সূর্যের আলো পৌছায় এমন জায়গায় রাখবেন।         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ