আমার symphony xplore p6(2gb version) মোবাইল টা আছে।যাতে Otg সুবিধা নেই।কিন্তু আমাকে অরেকজন ব্যাবহারকারী বলেছে কিছু কাজ করে ফোনকে otg সাপোর্টেড করা সম্ভব।আসলেই তা করা যায়?করা গেলে কিভাবে?
Share with your friends
Call

যেই সেটে OTG সাপোর্ট করে না সেগুলোতে কোনভাবেই OTG সাপোর্ট করানো জাবে না ।

Talk Doctor Online in Bissoy App
JAShakil

Call

কিছু কিছু সেট আছে যেগুলো ভবিষ্যতে OTG আপগ্রেট করা যায় । যদি এরকম হয় তাহলে আপনি আপগ্রেড করতে পারবেন । অন্যথায় না । আপনার ফোনে যেহেতু এই ফিচারটিও নেই সেহেতু আপনি OTG আপগ্রেড করতে পারবেন না ।

Talk Doctor Online in Bissoy App

Call

কোন মোবাইলের একটি ফিচার নির্ভর করে তার হার্ডওয়্যার কম্পাবিলিটি এবং সফটওয়্যার সাপোর্টের উপর। যেমন, আপনার মোবাইলে যদি ম্যাগনেটিক সেন্সর না থাকে তবে কম্পাস এপটি কাজ করবে না। আবার আপনি নতুন মোবাইল কিনে কম্পাস এপ ইনষ্টল করে দেখলেন সেটি কাজ করছে। তার অর্থ আপনার মোবাইলে ম্যাগনেটিক সেন্সর নামের হার্ডওয়্যারটি আছে, আপনি কেবল সফটওয়্যার সাপোর্ট দিলেন। তেমনি আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনার মোবাইলে OTG হার্ডওয়্যার কম্পাবিলিটি আছে কিনা। যদি না থাকে তবে কোন ভাবেই সাপোর্ট দেয়া সম্ভব নয়। রুট করেও নয়।

Talk Doctor Online in Bissoy App
Masumakonda

Call

ভাই যেগুলো মোবাইলে otg নাই সেই মোবাইলে otg সাপোর্ট করবেনা।

Talk Doctor Online in Bissoy App