১মে আপনাকে নিচ্চিত হতে হবে যে আপনি যেই ফোনটি ওয়েবক্যাম হিসেবে ব্যাবহার করতে চান সেটি ওয়েবক্যাম সাপোর্টেড কিনা। যদি আপনার ফোনটি ওয়েবক্যাম সাপোর্টেড ফোন হয়ে থাকে তাহলে ১মে ফোনটি ডাটাক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট দিন। তারপর পিসি থেকে ওয়েবক্যাম সফটি চালু করুন। আরেকটি কথা- পিসিতে ডাটাক্যাবল লাগানোর সাথে সাথে ২-৩টা অপশন আসে, সেখান থেকে Camcordar অপশন টি সিলেক্ট করে দিবেন। তা না হলে কাজ হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ