শেয়ার করুন বন্ধুর সাথে

জিহ্বায় সাদা স্তর পরতে পারে অনেক কারনে। প্রথমে যদি লাল হয় ফেটে যায়,তারপর সাদা হয় তাহলে ফাংগাল ইনফেকশন ।আর যদি সাথে জ্বর থাকে, এবং জ্বরের কয়েকদিন পরই হয় তাহলে টাইফয়েড হতে পারে, আবার ইমিউনিটি কমে গেলে হেয়ারী লিউকোপ্লাকিয়া হতে পারে । আথবা গ্লসাইটিস ও হতে পারে।এখন এত গুলো কারনের মধ্যে কোনটা হয়েছে সেটা আগে বের করতে হবে, তারপর সেটার চিকিৎসা । এর জন্য আপনি একটা এমবিবিএস ডাক্তার কে দেখিয়ে তারপর ঔষুধ খান।এটাই ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ