Share with your friends

এই সফ্টওয়ার দিয়ে পিডিএফ ফাইল তৈরী করতে পারবেন http://www.datafilehost.com/get.php?file=88f70c69 PDF File তৈরী নিয়ম: প্রথমে এপসটি ইনষ্টল করুন। এরপর এপসটি অন করুন। দেখবেন, অনেকটা word File/text File এর মতো দেখাবে। এইবার আপনরি ইচ্ছে মত এখানে ফাইল তৈরী করুন। শুধু তাই নয়, আপনি চাইলে লেখাকে বিভিন্ন স্টাইল করতে পারবেন এবং যে কোন প্রকার ছবি এই ফাইলে যোগ করতে পারবেন। আর যখন ফাইল সেইভ করবেন, তখন ফাইলটা কোন ফরম্যাটে সেইভ হবে সেটা সিলেক্ট করে নিন। ব্যস হয়ে গেল PDF Creator. তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন এবং খুব সহজেই PDF File তৈরী করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি কি ভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন। প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টা নামিয়ে নিন। এই সফটওয়্যার টি পেইড প্লে স্টোরে এর মুল্য প্রায় চার ডলার। তার পর আপনার ফোনে ইন্সটল দিন। ইন্সটল শেষ হলে সফটওয়্যার টি অপেন করুন। অপেন করার পর আপনি একটা মেনু দেখতে পারবেন। এখন আপনি যে কাজ করবেন তা হল মেনুতে একটা নাম দেন। এর পর আপনার মোবাইল থেকে যেকোনো ইমেজ ফাইল আপলোড করুন। অথবা আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলে পিডিএফ ফাইল বানান। বুজতে সমস্যা হলে কমেন্ট করুন। ----> http://sh.st/MaJH

Talk Doctor Online in Bissoy App