MS word এর কোন file কে কিভাবে pdf file করা হয়? এটার জন্য কোন software ব্যবহার করা হয়।
Share with your friends

অাপনি এ্যডোবি একর‌োব‌েট রাইটার ইন্সটল করে নিন তার পর ওয়ার্ডের ফাইল প্রিন্ট দেবার সময় প্রিন্টার হিসাবে এ্যডোবি পিডিএফ প্রিন্টার সিলেক্ট করলেই পিডিএফ হিসাবে ওয়ার্ডের ফাইল কনভার্ট হবে। এভাবে আপনি যেকোন ফাইলকে পিডিএফ কনভার্ট করতে পারবেন সহজেই।

Talk Doctor Online in Bissoy App

Call

আপনি নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. প্রথমে নিচের লিংক থেকে SaveAsPDFandXPS.exe ফাইলটি ডাউনলোড করে ইনষ্টল করুন। http://www.mediafire.com/download/r0dpgdd7o6fvpi5/SaveAsPDFandXPS.exe ২. Microsoft Word ওপেন করুন। ৩. যে ফাইলটি PDF করতে চান, সেটি ওপেন করুন। ৪. সবার উপরে বায়ে Office Button এ ক্লিক করুন। ৫. Save As থেকে PDF or XPS এ ক্লিক করুন। ৬. ফাইলটি যেখানে সেভ করতে চান, সেটি সিলেক্ট করুন। ৭. Publish বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার ফাইলটি PDF ফাইলে সেভ হবে। এভাবে সকল ফাইল PDF করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App