IPS এর তার সুইচ বোর্ড এ কিভাবে লাগাতে হয় ? বিস্তারিত জান্তে চাই ।
Share with your friends
Call

২। দুইটি On Off সুইচ ৩। দুইটি ফিউজ ও ফিউজ হোল্ডার ৪। 3 pin চকেট ৫। কমপিউটার CPU এর একটি পাওয়ার তার ( 3 pin প্লাগের জন্য ) ৬। প্রয়োজনীয় স্ক্রু ও প্রয়োজনীয় সংযোগ তার ৮। একটি Relay সুইচ ৯। একটি Blank সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড ) ১০। দুইটি Hit sink ১১। অনেক গুলো খুটি (সার্কিট বোর্ড বসানোর জন্য) এগুলো সংগ্রহ করে বৈদ্যুতিক নিয়মানুযায়ী সার্কিট স্থাপন করুন।

Talk Doctor Online in Bissoy App

প্রথমে সুইচ বোর্ডের সকেট থেকে IPS এ ইনপুট কানেকশান দিন, তারপর IPS এর অাউটপুটের দুইটি তার সুইচ বোর্ডের ইনপুটে(কাটাউটে) সংযুক্ত করুন। এখানে মনে রাখতে হবে IPS এর ইনপুট অাউটপুট +- কানেকশান যেন একই হয় মানে - সবখানেই কমন থাকবে, উল্টো হলে ব্যাকঅাপ দিবে না।

Talk Doctor Online in Bissoy App