Call

আপনি যখন বাজার থেকে একটি নতুন ল্যাপটপ কম্পিউটার কিনবেন, তখন সেই ল্যাপটপে দুই ধরনের Operating System এর যেকোন একটি থাকতে পারে। Operating System দুটি হলঃ ১. Original Windows (যার জন্য এই ল্যাপটপের দাম তুলনামূলক একটু বেশি) ২. Free DOS (এই ল্যাপটপের দাম তুলনামূলক একটু কম) Original Windows সহ ল্যাপটপগুলি কোম্পানি থেকেই Windows সেটআপ দেয়া সহ আসে। আর যে সকল ল্যাপটপে Windows দেয়া থাকে না, সেগুলিতে Free DOS নামে একটি DOS Operating System দেয়া থাকে। পরবর্তীতে আমরা Free DOS সরিয়ে নিজেদের পছন্দের Windows দিয়ে থাকি। এই Free DOS Operating System সহ ল্যাপটপের সাথে Free DOS এর একটি CD ও দেয়া থাকে। এটি দিয়ে আপনার কোন কাজ নাই। যদি কখনও Free DOS দিতে চান তখন কাজে লাগবে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App