শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

আপনারা নিজেরাই বাসায় বসে বানাতে পারবেন আপনাদের কাঙ্গিত জোঁকের তেল। হারানো যৌবন ফিরে পেতে যে জোঁকের তেলের বিকল্প নেই। জোঁকের তেল বানানোর উপকরণঃ ১। জোঁক (২৫০ মিলি তেল বানানোর জন্য ৫ থেকে ৭ টি জোঁক) ২। নারিকেল (খোসা সমেত) প্রণালীঃ ১। প্রথমে নারিকেলের মাথার খোসা ছাড়িয়ে নিন। দুটি ফুটো দেখতে খুজে পাবেন। জোঁক গুলো জ্যান্ত অবস্থায় ঐ ফুটো দিয়ে ঢুকিয়ে দিন। তারপর ভালোভাবে মুখটি মেরে দিন। খেয়াল রাখবেন নারিকেলের ভিতরের পানি যেন পরে না যায় আর জোঁক গুলোও যেন বের হতে না পারে। ২। তারপর ছায়াযুক্ত মাটিতে ২ ফিট গর্ত করে ওর ভিতরে নারিকেলটি রেখে মাটি চাপা দিয়ে দিন। ৩। ঠিক ১৪ দিন পরে মাটি খুঁড়ে নারিকেলটি বের করে আনুন। ৪। নারিকেলের ভেঙ্গে মৃত জোকসমেত পানিগুলো বের করুন। এইক্ষেত্রে দেখবেন জোকগুলো নারিকে্লের পানি শুষে রিষ্টপুষ্ট হয়ে মরে আছে। খেয়াল রাখবেন এর থেকে কিন্তু প্রচন্ড দূর্ঘন্ধ বের হবে। তাই সেদিকে সর্তক থাকুন। ৫। কড়াইতে সরিষা/অলিভ ওয়েল/নারিকেল তেল এ ভেঁজে ফেলুন। ৬। ভাজার সময় দেখবেন জোঁক থেকে তেল ছড়াচ্ছে, এই তেলটিই সংগ্রহ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ