আমি কিভাবে একটা Facebook ID মানস্মত ভাবে খুলবো যাতে কেউ হ্যাক করতে না পারে
Share with your friends
Call

Log in approval on করে দিন। হ্যাক করা খুব কষ্টসাধ্য হবে। আবার trusted contact এ পরিচিত কারো আইডি যোগ করে দিন<কমপক্ষে তিনটি>। তাহলে আইডি হ্যাক করে ইমেইল পরিবর্তন করলেও নতুন ইমেইল যোগ করে আইডি ফিরে পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

মাত্র দুইটা কাজ করুন। ফোন ও ইমেইলের প্রাইভেসি Only Me করে রাখুন। আর পাসওয়ার্ড এ বড় হাতের ছোট হাতের অক্ষর, সিম্বল ও নাম্বার দিবেন, যেমন: BISsoy@+@122333


আর লগইন এপ্রোভাল চালু করুন তাহলে বাড়তি প্রটেকশন পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

এখানে দেখতে পারেন http://m.ans.bissoy.com/190696/

Talk Doctor Online in Bissoy App
Call

কিছু তথ্য দিচ্ছি, মেনে চললে আইডি
হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন
ইনশাল্লাহ!

.


১. অনেকেই আছেন নিজের নাম, জন্ম
তারিখ, জন্ম সাল, ফোন নাম্বার, গ্রামের
নাম, জানুর নাম দিয়ে পাসওয়ার্ড দেন। এতে
করে নোংরা হ্যাকার রা কয়েক বার গেজ
বা অনুমান করে আপনার আইডি তে এক্সেস
করতে পারবে! তাই যেকোন কিছুর
পাসওয়ার্ড শক্ত দিন। উদাহরণঃ আপনার নাম
Rahat bappy. তাহলে এই নাম দিয়েই আপনি
শক্তিশালী পাসওয়ার্ড বানাতে পারবেন,
Rahat bappy (সাধারণ)= r@[email protected]!
(শক্তিশালী)। মোট কথা পাসওয়ার্ড যাই-ই
দেন, সাথে(!? #*@) টাইপের সিম্বল দিবেন….


২. ইমেইল বা ফেইসবুক একাউন্টের সাথে এড
করা ফোন নাম্বার গুলো সাবধানে আর
নিরাপদে রাখুন। পারলে অব্যবহিত বা কেউ
জানে না এমন নাম্বার এড করুন। কেনন,
নোংরা হ্যাকার রা আপনার ইমেইল বা এফ
বি আইডি রিসেট পাসওয়ার্ড দিয়ে আপনার
ব্যাবহৃত নাম্বার থেকে কোড নিয়ে আইডি
হ্যাক করতে (এক্ষেত্রে আপনার পরিচিত
ব্যক্তিরাই করবে)।
৩. সাইবার ক্যাফে, ফ্রেন্ডের পিসি,
ফ্রেন্ডের মোবাইলে, অপরিচিত সাইটে
লগইন করার আগে পেইজ টি রিলোড দিন
অথবা এড্রেস বারে url চেক করে দেখুন।
এবং কাজ শেষ হলে নিজের পিসি বা
মোবাইলে লগইন করে Recognized Devices,
Active Sessions গুলো রিমুভ করুন।
৪. ঘন ঘন পাসওয়ার্ড চ্যাঞ্জ করুন।
৫. লগইন এপ্রোভাল এবং এলার্ট অন করুন।
৬. Trusted Contacts এ পরিচিত বিশ্বস্ত
বন্ধুদের এড করুন।
৭. Security Question এড করলে What’s city or
town your mother born বা what’s your
grandfather’s occupation না দিয়ে what’s yoyr
grade school teacher’s last name দিন, পারলে
বড় এবং কঠিন নাম দিন।
৮. প্রতিদিন কমপক্ষে ১বার লগইন করুন।
৯. প্রতিদিন ইমেইল চেক করুন।
১০. প্রতিদিন সেটিংস চেক করুন।
এগুলো আপনার আইডি কে ১০০% রক্ষা করবে।

Talk Doctor Online in Bissoy App