আপনি এখন মার্কশীট তুলতে পারবেন না। মার্কশীট তুলতে হলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তুলতে হবে। তবুও বোর্ডের অফিসের যদি কেউ পরিচিত থাকে তাহলে তাকে ধরে বোর্ডে যোগাযোগ করে দেখুন তুলে দিতে পারে কিনা,,, যদি পারে তবে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে,,, আর এটি পাবেন সাত থেকে পনের দিনের মধ্যেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি আপনি আর না পড়তে চান তাহলে, ভর্তি বাতিল করে বোর্ড থেকে উঠাইয়া নিন। খরচ আসতে পারে আনুমানিক ১০০০/- টাকার মত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
john111

Call

পত্রিকায় একটা বিগ্গপ্তি দিতে হবে আপনার মার্কশীট হারিয়ে গেছে এবং থানায় জিডি করতে হবে। সাথে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং আপ্নি জেই সসচ্স থেকে পাস করেছেন সেখান থেকে ফর্ম সত্তায়িত করে আনতে হবে । ফর্ম এর সাথে রেজি , এডমিট কার্ড , নেট থেকে মার্কশীট প্রিন্ট করে এগুলার ফটোকপি সত্তায়িত করবেন। তারপর আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড এ গিয়ে সোনালি ব্যাঙ্ক এ ৫০০ টাকা জমা দিতে হবে . তারপর আপনাকে এসব কিছু বোর্ড এ জমা দিতে হবে । জমা দিলে অরাই আপনাকে বলে দিবে কত দিন পর এসে নিয়ে যেতে হবে। ঢাকা বোর্ড এ ৭ দিন পর দেয়। আর আপনি জদি ১ দিনে নিতে চান তাহলে আপনার ১৫০০ টাকার মত লাগবে । বোর্ড এ জান তাহলে সব বুঝ্তে পার্বেন টোটাল খরচ পর্বে ১০০০ টাকা । আমি নিজে উঠিয়েছি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ