শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডার্ক চকলেট বিস্কুট বাসায় তৈরি কররা জন্য নিম্নের রেসিপিটি অনুসরণ করুনঃ উপকরণ : কোকো পাউডার ১ চা চামচ, চকলেট পাউডার আধা চা চামচ, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বাটার ২ টে. চামচ, ডালডা ২ টে. চামচ, গুঁড়া চিনি ২ টে. চামচ, ডিম ২ টে. চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, চকলেট ফ্লেভার ১ চা চামচ, সয়াবিন তেল ৫ টে. চামচ। প্রণালী : ময়দা, বেকিং পাউডার, বাটার, ডালডা, গুঁড়া চিনি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করুন। এবার ডো থেকে বিভিন্ন শেইপে কেটে বেক করতে দিন ১৬০ পাওয়ারে ১৫-২০ মিনিট। তথ্য সূত্রঃ- দৈনিক আমার দেশ।