শেয়ার করুন বন্ধুর সাথে

গুগল একাউন্টের নাম পরিবর্তনের জন্য প্রথমে জিমেইল একাউন্টে প্রবেশ করতে হবে। এবার পাতার উপরে ডান দিকের ‘settings’ নামের লিঙ্কটিতে কিক করুন। এবার উপরের ‘Account’ লিঙ্কটিতে কিক করুন। এখানে ব্যবহারকারীর ইমেইলটি দেয়া থাকবে। এর ডানপাশের ‘edit info’ -তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডোর দ্বিতীয় অপশন বাটনটি সিলেক্ট করে আপনার পছন্দ মতো নাম লিখুন। আর বাংলা ব্যবহার করতে হলে ইউনিকোড ব্যবহার করুন। গুগল চমৎকার ভাবে ইউনিকোড পদ্ধতিটি সমর্থন করে। কাজ শেষে ‘Save changes’ নামক বাটনটিতে কিক করুন। বিঃদ্রঃ এটা কম্পিউটারে করতে হবে। গুগল একাউন্টের এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুনঃ প্রথমেই জিমেইল এর লগ ইন পেজ এ http://www.gmail.com গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর ডানদিকের উপরে settings নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন । এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন । তার মধ্যে tab Accounts and Import অপশনটাতে ক্লিক করুন । এখানেও কয়েকটা অপশন পাবেন। নিচের দিকে Change account settings এর Google Account settings এ ক্লিক করুন । এখন দেখুন , এখানে অনেকগুলো অপশন পাবেন personal settings এর security তে change password এ ক্লিক করুন । Change Password Current password এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটি লিখুন । New Password এখানে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান সেটি লিখুন । Confirm New password নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার লিখুন। এখন save বাটনে ক্লিক করে সেভ করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ