Unknown

Call
গেমটি সত্যিই খুব আসক্তিকর। আমার ভাতিজা ৫ বিষয় ফেল করেছে এটার নেশায় পড়ে। আপনার প্রথম দায়িত্ব এটি আনইন্সটল করুন। Google Play দিয়ে লগইন না করে থাকলে সব Progress বাদ হয়ে যাবে, আপনার আর তেমন আসক্তি কাজ করবেনা। তবে লগ ইন করে থাকলে আপনাকে যা করতে হবে তা হলো কয়েকটি ছোট ছোট গেম (<৫ মেগাবাইট) ইন্সটল দিন। CoC খেলার ইচ্ছা জাগলে ওগুলো খেলুন। মনে রাখবেন, একাধিক ছোট ছোট গেম বলেছি, শুধু একটা খেললে হয়তো আবার সেটার নেশায় পতিত হবেন।
Talk Doctor Online in Bissoy App
avir

Call

লেখাপড়ায় মনযোগ বাড়িয়ে সফটওয়্যার টা আনইনস্টল করে দিলেই চলে, আর বন্ধুদের সাথে আড্ডা দিন ফেইসবুকে সময় কাটান তাহলে এর আসক্তি থেকে মুক্তি পাবেন

Talk Doctor Online in Bissoy App
prantokp

Call

আমার মতে সবচেয়ে ভাল উপায় হচ্ছে গেমটা(আইডি) বিক্রি করে দেওয়া। কারন বিক্রি করে দিলে সেটা আর আপনার কন্ট্রোলে থাকবে না, তাই আপনি খেলতেও পারবেন না। আর নতুন আইডি দিয়েও খেলার ইচ্ছা জাগবে না, কারন টাউনহল অনেক আপগ্রেড দেওয়ার পর আবার লেভেল ১ থেকে শুরু করতে ইচ্ছা জাগবে না।

Talk Doctor Online in Bissoy App