আমার ২ টা জিমেইল আইডি দিয়ে একই মোবাইল দিয়ে ২ টি বাড়ি(clash of clans) করতে চাই।
একটু বুঝিয়ো বলেন। পারলে স্ক্যান শর্ট দিয়ে দেন।


Share with your friends

আপনি আপনার অ্যান্ড্রুয়েড ফোন দিয়ে এক সাথে দুই টা আইডির Clash of Clans গেম্স খেলতে গুগল প্লে স্টোর থেকে Parallel Space-Multi Accounts -এই অ্যাপ্সটি ইনিস্টল করে ২জিমেইল দিয়ে ২টা আইডি সাইনইন করা থাকলে তার একটা অরিজিনাল Clash of Clans গেম্সে রাখুন। আর একটা আইডি Parallel Space-Multi Action এর Clash of Clans গেম্সে গিয়ে সাইন ইন করুন। তাহলে আর কানেক্ট আর ডিসকানেক্ট করতে হবে না। 

আর যদি তা না চান তবে, Clash of Clans গেম্সে গিয়ে Settings এ দেখুন Google Device Connected করা আছে সেখানে গিয়ে Google Device Disconnected করে নতুন গেম্সের জিমেইল আইডি যোগ করেতে হবে। তার পর আপনি নতুন গেম্স আইডিতে যেতে চান যদি তাহলে একটি CONFIRM লেখার বক্স আসবে সেইখানে CONFIRM লেখে OK করলেই আপনার অন্য গেম্স আইডিতে চলে যাবে। আবার একই নিয়মে আপনার পুরোনো আইডিতে ফিরে আসতে পারবেন। 

(বি.দ্র: Class of Clans গেম্স গুলো সব গুগল প্লে গেম্সে সাইন ইন করা থাকতে হবে, নতুবা পুরনো আইডি আর ফেরত পাবেন না।)

স্ক্রিন শর্টের প্রয়োজন নেই। যেভাবে বলছি, সেই ধারাবাহিকতায় কাজ করেন কাজ হয়ে যাবে। কোনো কিছু না বুঝলে মন্তব্য করবেন। পরিষ্কার করে ব্যাপারটি বুঝিয়ে দেবো।

Talk Doctor Online in Bissoy App