নেটওয়ার্কিং এর বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইলে অবশ্যই আগে কাজ শিখতে হবে। কম্পিউটার টেকনোলজির যেকোন  সেক্টরে কাজ করতে চাইলে কাজ শিখা ছাড়া চাকুরি পাওয়া যায় না(যদি মামার মাধ্যমে চাকুরি পান তাহলে চাকুরি করতে পারবেন ঠিকই তবে আপনাকে ভাল বেতন দেবে না) । নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে চাইলে প্রথমে CCNA >LINUX >CCNP এর কাজ শিখতে পারবেন। কোন কোম্পানি থেকে এসব কাজগুলো শিখতে পারলে ভাল কারণ কোম্পানিতে বাস্তবভিত্তিক কাজ শিখতে পারবেন খুব ভালভাবে যা কোন ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারবেন না। কয়েকটি ট্রেনিং সেন্টার এর নাম হল CSL training center , IBCS-PRIMAX   । আপনি IBCS-PRIMAX থেকে নেটওয়ার্কিং এর  কাজ শিখতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ