Share with your friends
Bakul3014

Call

যেভাবে উইন্ডোজ ৮ অ্যাক্টিভ করবেন আমার দেখা মতে এই Activator ব্যবহার করা ঝমেলা বিহীন এবং অনেক সহজতর। এখানে মাত্র ৩ টি ক্লিক করলেই কোন প্রকার ইন্টারনেট ছাড়া অর্থাৎ অফলাইনে কাজ সেরে ফেলা যায়। যেভাবে উইন্ডোজ ৮.১ অ্যাক্টিভ করবেন তার কিছু ইনফর্মেশন দিয়ে দিলাম। প্রথমে Windows 8.1 Ultimate Activator টি ডাউনলোড করে নিন। এখন Activator টি ‘Run as administrator’ হিসাবে ওপেন করুন। প্রথমে Uninstall Key তে ক্লিক করুন। এতে ডিফল্ট কি অফ হয়ে যাবে। তারপর UPdate Server এ ক্লিক করুন। এতে নতুন KMS সার্ভার অ্যাক্টিভ হবে। সর্বশেষে আপনার উইন্ডোজ ৮.১ এর ভার্সন নির্বাচন করুন। যেমনঃ 8.1 Pro হলে Professional এ ক্লিক করতে হবে। অ্যাক্টিভেশন প্রসেসিং হওয়ার পর সাক্সেসফুল দেখাবে। এখন আপনার পিসি রিস্টার্ট দিন। ব্যাস! উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে। Windows 8.1 Ultimate Activator download link: http://www.mediafire.com/download/v75wv2resobj1re

Talk Doctor Online in Bissoy App