Risad

Call

যেভাবে রুট করবেন

প্রথমে এইখান এইখান থেকে এন্ড্রয়েড রুট করার সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। এবার আপনার এন্ড্রয়েড মোবাইলের ডিবাগিং মোড অন করুন। মোবাইলটি ইউএসবি দ্বারা পিসিতে কানেক্ট করুন। এন্ড্রয়েড ডিভাইসটির ড্রাইভার ইন্সটল না দেয়া থাকলে ইন্সটল করে নিন। এরপর সফটওয়ারটি ওপেন করুন। Root লেখাটিতে ক্লিক করুন আপনার এন্ড্রয়েড মোবাইলের মডেল নাম্বার সহ একটি মেসেজ আসবে ওকে করুন। কাজ শুরু হয়ে যাবে কাজ শেষ হয়ে নিশ্চিতকরণ মেসেজ আসবে এবং এন্ড্রয়েড মোবাইল রিস্টার্ট নিবে। হয়ে গেল রুটিং। কিভাবে বুঝবেন আপনার এন্ড্রয়েড ডিভাইসটিতে রুটিং হল কি না? দেখবেন মেনুতে সুপারইউজার নামে একটি নতুন অপশন এসেছে। না আসলে রুটিং ঠিকমত হয় নাই। রুটিং করলে আপনার এন্ড্রয়েড ডিভাইসটির ওয়ারেন্টি নস্ট হয়ে যাবে এইজন্য প্রয়োজন হলে আবার আনরুটিং করলেই ঠিক হয়ে যাবে। এই সফটওয়্যারটিতেই দেখবেন আরেকটি অপশন আছে unroot নামে সেখানে ক্লিক করলেই আবার মোবাইল আগের অবস্তায় ফিরে আসবে। রুটিং করার পর গুগল প্লেতে সার্চ দিয়ে link2ad সফটওয়্যারটি ইন্সটল করে নিন। এবার আপনি কিছু প্রিইন্সটল ছাড়া সব অ্যাপ্লিকেশান মেমোরি কার্ডে মুভ করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

1 . সেটিং এ গিয়ে Developer function থেকে USB Debugging mode on করে দেন। 2 Framaroot-1.6.1.apk টা ডাউনলোড করে ইনস্টল করুন। 3 . ঐ অ্যাপটা অপেন করে 'BOROMIR' লিখায় ক্লিক করেন। 4 . ফোন বন্ধ করে আবার চালু করুন। আপনার ডিভাইস রুট হয়ে গেছে :)

Talk Doctor Online in Bissoy App