Call

প্রথমে আপনার মোবাইলের মেমোরি কার্ডে একটি ফোল্ডার তৈরী করুন আপনার ইউসি ব্রাউসারের পেজ গুলো সেভ করার জন্যে। তাঁরপর ইউসি ব্রুজারে ভিসিট করার সময় যখন পেজ সেভ করার দরকার পরবে তখন menu অপশনে জান। Action এ ক্লিক করুণ। Save মেনু তে ক্লিক করুন। Download path এ আপনার পছন্দের ফোল্ডার টিই ঠিক করুণ। তারপর ওক দিয়ে save করে ফেলুন। এখন পেইজ টি ওপেন করতে চাইলে আবার menu তে ক্লিক করুণ। Downloads অপশনে যান। এখানে save pages নামে একটি অপশন দেখতে পারবেন। এ অপশনে ক্লিক করলে আপনার সেভ করা পেইজ গুলোর নাম দেখতে পাবেন। এখন আপনি যে পেজটি ওপেন করতে চান সেটি ওপেন করুণ সম্পূর্ণ oflaine mb ছাড়া।

Talk Doctor Online in Bissoy App