আমার Android মোবাইল backup করবো কিভাবে? backup হয়ে গেলে বুঝবো কিভাবে backup হয়েছে?
Share with your friends
Call

►●প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume Down(-) অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে Recovery Mode যান। . কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম ভিন্ন হতে পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে জেনে নিন কি করে ঢুকবেন ►●TWRP ঢোকার পরে Backup এ ক্লিক করুন। আপনার কাছে জানতে চাইবে আপনি কি কি ব্যাকাপ করতে চান। সেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো মার্ক করবেন। আপনাকে Boot, System, Data এই জিনিসগুলো অবশ্যই মার্ক করতে হবে। ►●তারপর আপনি নিচে যেখানে Swipe করতে বলা আছে, সেখানে Swipe করুন। দেখবেন, রমের ব্যাকাপ শুরু হয়েছে। ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাকাপ এর কাজ শেষ হলে ফোন রিবুট করুন

Talk Doctor Online in Bissoy App