এনার্জি বাল্ব কেটে গিলে কিভাবে সারাই করা হয়? বিস্তারিত জানালে খুশি হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এনার্জি বাল্প কেটে গেলে নতুন বাল্প টিউব কিনতে হয় যার খুরচা মূল্য অনুমানি ২৫-৩০ টাকা | তারপর পুরানো এনার্জি বাল্পের টিউব টা খুব সাবধানে ভেঙ্গে বের করতে হয় এবং কোন ত্রূমে এনার্জি বাল্পের গোড়া টা ভাঙ্গা,আঘাত লাগানো যাবেনা | তারপর এনার্জি বাল্পের গোড়াটা সাবধানে খুলে নতুন টিউব টা সংযোগ করে তাতাল দিয়ে তার টা লাগিয়ে দিন এবং টেপ দিয়ে পেচিয়ে দিন | সবচেয়ে ভালো একবার কোন ইলেকট্রনিক্স মেকার এর কাছে গিয়ে এক বার কাছ থেকে দেখা |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
aamin924

Call

লাইট কেটে গেলে লাইট পাল্টাতে হবে আর সার্কিট কাটলে সার্কিট পাল্টাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ